প্রেম এসে নীরবে
বলে, আমায় নেবে?
নিবিড় আলিঙ্গনের উষ্ণতায়,
আদরে ভরাবে?
বলি, সে কী আর হয়?
বিনা পরখে নয়---
দেখি তোমার ডিগ্রি, মাসিক আয়,
দাও বংশপরিচয়?
বলে, নেই কোনো আয়,
ভরপুর, স্বপ্ন আশায়---
নীল রক্ত বয় না ধমনীতে
লালের সাথে মিশ খায়।
নিশ্চুপ! অশ্রু ঝরে,
প্রেম প্রতীক্ষা করে---
সমাজের কাছে চুক্তিবদ্ধ
আমি, সে যায় ফিরে!
1 comment:
blog ghantte giye
ese porlam tomar pataye!
hothat pore tomar ei kline
mone pore galo fer!
britha prem,britha sopno,
jonmo britha,brithai asha,
sab firey aj amio
eka bose abelay
vabi e kon torir amra sathi
jibon taki,emontai thakbe,
nishswaser anki-bunki?
Post a Comment