Sunday, January 20, 2008

বীরাঙ্গনা




আছি সুখে-স্বাচ্ছন্দে,
খোস মেজাজে আনন্দে;
জানিনা বাঁচার লড়াই,
তবু কত মিছে বড়াই!
কাটলে কদাপি তাল,
চোখে জলে নাজেহাল।

পাড়ার ঠিকে ঝি শেতলা,
রাত দিন খেটে চলা--;
স্বামি করে যত রোজগার,
জুয়ায় হারে তা এন্তার।
ঘরে তিন শিশু, শাশুড়ি,
কাঁধে দায় ঝুরি ঝুরি।

ছোট মেয়ে বোবা তার,
নিজে সে মৃগীর স্বীকার;
পোড়া দাগ হাতে কপালে,
মূর্চ্ছা গেছিলো হেঁসেলে।
পথে ঘাটে বাবু-বাড়ি,
মৃগী ধরে চুপিসারি--!


জ্ঞান ফিরে হাতে ন্যাতা,
ফের কাজে ডোবে সেতা;
চলে গেলে ঠিকে কাজ,
পড়বে যে শিরে বাজ!
চিকিচ্ছে কোরে নিরোগ?
হিসেব থেকে তা বিয়োগ।

রোগা ভোগা ঐ শেতলা,
তবু যেন কত সবলা!
মুখ বুজে হাড় খাটুনি
কখনো নালিশ শুনিনি
এই কী বীরাঙ্গনা?
হার কভু যে মানে না!

বড় খোকা যায় ইস্কুল,
মানুষ করবে নির্ভুল।
বড় হয়ে করে রোজগার,
নিয়ে নেবে তার সব ভার।
মৃগী-ধরা ক্ষয়া শরীর-
খোঁজে নীড়-- শান্তির ।

No comments: