Thursday, January 31, 2008

চুক্তিবদ্ধ



প্রেম এসে নীরবে
বলে, আমায় নেবে?
নিবিড় আলিঙ্গনের উষ্ণতায়,
আদরে ভরাবে?

বলি, সে কী আর হয়?
বিনা পরখে নয়---
দেখি তোমার ডিগ্রি, মাসিক আয়,
দাও বংশপরিচয়?

বলে, নেই কোনো আয়,
ভরপুর, স্বপ্ন আশায়---
নীল রক্ত বয় না ধমনীতে
লালের সাথে মিশ খায়।

নিশ্চুপ! অশ্রু ঝরে,
প্রেম প্রতীক্ষা করে---
সমাজের কাছে চুক্তিবদ্ধ
আমি, সে যায় ফিরে!

1 comment:

shaggy said...

blog ghantte giye
ese porlam tomar pataye!
hothat pore tomar ei kline
mone pore galo fer!
britha prem,britha sopno,
jonmo britha,brithai asha,
sab firey aj amio
eka bose abelay
vabi e kon torir amra sathi
jibon taki,emontai thakbe,
nishswaser anki-bunki?