Friday, January 4, 2008

দম্পতি পাঁচালি


শুন শুন সর্বজন,শুন দিয়া মন,
পরিচিত কাহিনি এক করিনু বর্ণন;

আমাদের প্রতিবেশী দম্পতি রায়
তাঁহাদের মাঝে মিল খুঁজিতাম প্রায়

রায় মহাশয় তিনি বড় বেরসিক,
শিল্পকলায় রুচি নাই তার অধিক।

রায় গিন্নি বিনোদিনী নিয়াছেন শিক্ষা
গুরুদেব নিকেতনে, সেখানেই দীক্ষা।

নৃত্য গীতে সুদক্ষা, গুণী, সুরসিকা;
সুরুচি-সম্পন্না তিনি, তিনি সুলেখিকা--।

একদা জোছনা-মাখা আলোকিত সাঁঝে,
চন্দ্র দেখিয়া বীণা বাজে মন মাঝে;

স্বামীর হস্ত ধরি হাসিয়া সে কয়,
“কি অপূর্ব চাঁদ দেখ!পূর্ণিমা নিশ্চয়!”

শিহরিয়া কর্ত্তা কয়,” সব্বনেশে কথা!
বেড়েছে কি গাঁটে গাঁটে বাতের ব্যথা?

হায় রে বিধাতা! দেখি এ কী তব লীলা,
এ হেন অমিল জোড়া কেন বা রচিলা???

No comments: