Monday, December 24, 2007
এরাও যিশু
আজ যিশুর জন্মদিন, ঘরে ঘরে উৎসব,
তার মাঝে জন্ম নিলো কয়েক শত যিশু;
কাউকে আস্তাকুড়ে ফেলে এলো কুমারি মা
কেউ হলো অবাঞ্ছিত,কারণ তারা মেয়ে শিশু!
কেউ জন্মেই হাত বদল টাকার বিনিময়ে,
কেউ ভাড়া হোয়ে ঘোরে রোদে ভিখিরির কাঁখে;
কারোর হাতে পড়লো কড়া বারুদ ঠেসে ঠেসে,
কেউ হোয়ে রেসের “জকি” ঊটকে আঁকড়ে থাকে।
মেরী মায়ের স্নেহের আঁচল ঢাকলো না মাথা,
পেলো না মমতার আলিঙ্গন,জিরোলো না কোলে।
অন্ধকারের পেরেক ঠুকে ভবিষ্যতের হাতে,
চেয়ে দেখো! হাজার যিশু ক্রুশের ‘পরে ঝোলে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment