Saturday, August 8, 2009

ডায়েরির পাতা থেকে


একদিন আমার নাকছাবিতে তুমি জোনাকি এঁকেছিলে!
একদিন আমার হাসির ঝর্ণায় তুমি মুক্ত খুঁজে পেয়েছিলে!
একদিন আমার চোখের ধ্রুবতারার আলোয় তুমি স্বর্গের পথ দেখিয়েছিলে!
একদিন বীরপুরুষ পৃত্থ্বিরাজ সেজে সংযুক্তাকে হরণ করেছিলে...মনে পড়ে?

সেদিন ষোড়শি আমি, বেপরোয়া ভালবাসা আর
উচ্ছৃঙ্খল যৌবনের কালশ্রোতে ভেসে গেছিলাম।
চেনা মানুষের আশ্রয় ছেড়ে
তোমার হাত ধরে পাড়ি দিয়েছিলাম সুদুর ভিনদেশে।

সেখানেই মুখোশ খুললে তুমি।
তোমার আসল ভয়ঙ্কর লোলূপ নরখাদকের রূপ
আমায় স্তব্ধ করে দিয়েছিলো।
ফুলসজ্যার রাতেই নব বধূর সতীত্ত্ব নিলামে তুললে তুমি।

শুরু হোল আরও এক দেহ -পশারিনীর কাহিনি।
নারী দেহ কিনবে বাবু! টাটকা কচি নারী দেহ!
ওদের বয়স দেখো না, ওদের মর্জাদা দিও না।
টাকার বিনিময় জ্যান্ত লাশ কেনো গো, জ্যান্ত লাশ কেনো।

এখন আমার নাকে ঠিকরায় আসল হীরের নাকছাবি।
আমার হাসির ফোয়ারায় সুরার মাদকতা।
আমার চোখের আগুনে ওরা বার বার পুড়ে মরতে আসে।
আজ আমার শরীরের কীমৎ শুনলে তুমি চমকে উঠবে।

শুনেছি তুমি নাকি কোনো এক কুৎসিত রোগে আক্রান্ত হয়ে
সকাল বিকাল ঈশ্বরের কাছে কেবল মৃত্য ভিক্ষে করো! সে কি?
আমার মত আরোও কত প্রেমীর শরীর আত্মা মান সম্মান বিক্কিরি করে
নবাব বাদশাহ, তুমি আজ কিনা ভিক্ষুক?

বা----গল্প


আরে আরে দাদামশাই এস এস এস,

আগে একটা গল্প বল, তারপরে নয় কেশো!

কিসের গল্প শুনবো আমি? ভুতের নাকি রাজার?

রূপকথা আর ভাল্লাগে না, গল্প আছে হাজার।

যেমন ধর হরিয়ানায় মেয়ের নাকি আকাল?

হন্যে হয়ে খুঁজছে কণে যুবক সকাল বিকাল।

কিম্বা ধর রাজধানীতে এক দিনের ঐ বৃষ্টি

ভাসিয়ে দিলো রাস্তা বাড়ি, সিভিল অনাসৃষ্টি।

এই যে দেখি পাস করা সব বেকার আমার দেশে

‘কল লেটারের’ অপেক্ষাতে পাক ধরেছে কেশে।

ধর্ষিতা ঐ পাগলি মেয়ে ভাবছে পেটে ভাই

কোর্ট বাবুরা রায় দিয়েছে প্রসব করা চাই।

চিকেন-গুনি সোয়াইন-ফুলু ‘বাইওলজিকাল ওয়ার’

নাকে মুখে কাপড় বেঁধে পারলে সবাই লড়।

এই দেখ কী কান্ড আমার, নিজেই বকে মরি!

রূপকথারই গল্প শোনাও, রাজা রানি পরি।

আয় বৃষ্টি ঝেঁপে


বৃষ্টি এলো বৃষ্টি গেলো
ফসল ভিজলো কই
শুকনো মাঠে হল্কা হাওয়া
চাল বাড়ন্ত সঈ।

ঘামের ধারায় ভিজছে দেখি
চিলতে জমি তার
নোনতা জলে নেতিয়ে পড়ে
ধানের শিসের সার।

বৃষ্টি লুকোয় চাসী কাঁদে
কাঁদে সহর গ্রাম
ডাল ভাত শাক গয়না সমান
আকাশ ছোঁওয়া দাম।

বর্ষাকালে গৃষ্ম কেন?
কোথায় কালো মেঘ?
গাছ কোথা আর শহর গ্রামে
বর্ষার সে আবেগ?

সবুজ যতো বৃষ্টি ততো
দুইয়ের ভারি ভাব
গাছের ডাকে চাষীর ক্ষেতে
মেঘ দেয় তার জবাব।

আয় রে ওরে ধরাবাসি
সবুজ ফোটাই রোজ
ঋতু নিজেই আসবে ফিরে
থাকবে না নিখোঁজ।