Friday, January 18, 2008

ভালবাসা কারে কয়


কারে কয় ভালবাসা?
জানা নেই পরিভাষা!
নানা লোকে নানা কথা কয়।

যারে তুমি ভালবাসো,
তারই সাথে কাঁদো হাসো;
সুখে দুখে তারা পাশে রয়।


ভালবেসে ত্যাগ করে,
ভালবেসে মেরে, মরে!
মানে না সে রীতি নীতি ভয়।

ধর্মকে মানে না,
জাতিভেদ জানে না;
কু-আচার কভু নাহি সয়!

সন্তান প্রতি মা’র
প্রেম, সীমা নাই তার
অমর - অজেয় - অক্ষয়!

প্রেমে এলে অহমিকা,
ভালবাসা হয় ফিকা;
দেওয়া নেওয়া এক নাহি হয়।


ভালবেসে আপনারে,
অন্তরে - বাহিরে;

জেনো ভালবাসা কারে কয়!

No comments: