Wednesday, January 23, 2008

ওয়েট লস্


ধুম উঠেছে
সব মেতেছে
ওজন কমার তালে,
ওয়েট্-লস পিল
জিম-এ ট্রেডমিল
ব্যায়াম রোজ সকালে।

পরণে তাদের
হাল ফ্যাসানের
বুটিকের কেনা ড্রেস,
কসরত ফাঁকে
একে ওকে দেখে
জরিপ চলছে বেশ!

জিম-এ এন্তার
প্যাকেজ অফার,
তিন মাসে দশ কেজি
কমলে না পরে
পাবে টাকে ফিরে,
বলো, কে না হবে রাজি?

গুচ্ছের টাকা
দিয়ে জিম-এ ঢোকা
মনে কত অভিলাষা,
তিন মাস পর
হতবাক বর
বলবে, ফিগার খাসা!

মুশকিল হলো,
জিম-এতে ধরালো
কী খাবে-না খাবার চার্ট,
চিনি ঘি বা তেল
খেলে হবে ফেল--
সিদ্ধ সবজি, ইয়োগার্ট।

ব্যয়ামের পর
ক্ষিদে পায় জোর
ছুঁচো দেয় ডন বৈঠক,
বিরিয়ানি টিক্কা
কাবাব ফুচকা
দমে না খাওয়ার শখ।

পুরোলো না মাস
ফেলে দীর্ঘশ্বাস
কসরত হলো বন্ধ,
আজকের ধুম
রেসিপি নতুন
রেঁধে খায় ভাল মন্দ।

1 comment:

Chetak said...

দারুন সুন্দর