![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQ-Jxu5PalQlzxMSCnKR60dm3DRAl8gZVvoIPR49VhZR7OlkyEr4BT6VzJ1aa2VPaxw8ZSfgYY6Sb9cQSUKKet7we7qQFbIoM7kxe0F5LPrFlkWPFn6sLFDskseikNTAzkwKtzFqIfE5M/s320/Fever.jpg)
লিখেই চলি কেবল,
হলেও আবোল তাবোল।
যত্ন করে সাজাই ছন্দে
পদ্য, গল্প, ছড়া,
আবেগ দিয়ে গড়া।
ব্যামোর প্রকোপ যখন অল্প
সবাই বলতো বাঃ!
আরো কেন লেখনা!
জ্বরের পারা যতই বাড়ে
রোজের কাজে ভুল,
দেওয়াল কোনে ঝুল।
সার্ট প্যান্টে ইস্তিরি কই?
টেলিফোন বিল দাওনি?
ড্রাই ক্লীনারে যাওনি?
ব্যামো সারার দাওয়াই খুঁজে
লাগাই ক্ষতে মলম,
বন্ধ খাতা কলম।
ভাবনা চিন্তা পায় না লাগাম
স্বপ্নে আসে তেড়ে,
রাতের ঘুমকে কেড়ে।
কত্তা আমায় বললো,"দেখি
খাতার পাতা খালি,
চোখের কোনে কালি!
আজকে থেকে ভাগ করে নিই
কাজের খুঁটি নাটি,
নইলে লেখা মাটি!”
এখন আমি নিত্যি ভুগে
লিখছি রাশি রাশি,
সুখ - সাগরে ভাসি।
No comments:
Post a Comment