Monday, January 28, 2008

এক গুচ্ছ হাইকু


( ১)
লাল বেনারসি,
দৃষ্টির মিলনে শপথ
আরক্ত হাসি।


(২)
শীতে চিলতে রোদ
দখলের কাড়াকাড়ি,
ফ্ল্যাটবাসীর সম্পদ।


(৩)
প্রায় বনধ্, বক্তৃতা,
ট্রাম, রিক্সা, বই-মেলা--
আমার কলকাতা।


(৪)
ছুটির দুফুরে,
গল্পের বই, আচার হাতে
শৈশবে ফেরে।








No comments: