Sunday, January 27, 2008

স্ফুলিঙ্গ


লুকিয়ে টানা
কৈশোরে বাবার সিগারেট,
জানলো অজানা।

হাইস্কুলে প্রায় দিন
টিফিনের পয়সা খরচ,
সস্তায় গোটা তিন।

কলেজে নেশা,
কফি হাউসে চারমিনার
ধোঁওয়ার কুয়াশা।

তারপর?ঐ যা হয়!
দিনে কম করে চল্লিশ
ধোঁওয়াতেই আশ্রয়।

কাশির দমক জোর,
রোজ ভাবে ছেড়ে দেবে
আঁকড়ায় নাছোড়।

ধীরে ধীরে গ্রাস,
বুকের খাঁচার কলকব্জা
বিকল বারোমাস।

ঘুমিয়ে পাড়া,
হাপড়ের মত টেনে
বাতাস কাড়া।

খোকা বলে, না!
বাবাকে খেলো সিগ্রেট,
আমায় খাবে না!

No comments: