Thursday, January 10, 2008

ফাঁস



(ওরা)------- এখনো বয়সে কাঁচা,
(ওদের)----- দিস না চটকে বাঁচা-
(ওরে)------ বাপ মায়েরা! বুঝতে কী পাস?

--------------কচি কাঁধে তার ভার এক রাশ!
--------------বোঝাবহনের চাপেতে ক্লিষ্ট
--------------শিশু তোর বারোমাস!


(সেই)--------ভোর থেকে রাত আটটা,
(দেখি)-------খেটে চলে শিশু জাতটা-
(আছে)-------ইস্কুল থেকে ফিরে টিউশন
--------------ভূগোল, অঙ্ক, ভাষা, বিজ্ঞ্যান,
--------------প্রথম স্থানটা ফস্কায় যদি
--------------থাকবে কী সম্মান?


(তোকে)----- হতেই হবে রে ডাক্তার,
(বা)----------ইঞ্জিনিয়ার, মোক্তার --
(যদি)--------খেলতে করিস সময় নষ্ট,
--------------দেখতে পাচ্ছি সমুখ স্পষ্ট,
--------------কাটথ্রোট ধার রেসে হেরে গিয়ে
--------------কষ্ট! শুধুই কষ্ট!


(শোনো)------এখনো আছে সময়,
(ওরা)--------ভয়কে করুক জয়-
(দিও)--------অবিরত ওকে তোমার আশ্বাস,
---------------হারলেও সে যে কতখানি খাস,
(নইলে)-------কচি মন ভার সইতে না পেরে
---------------পরবে গলায় ফাঁস!

No comments: