মানছি আমি, বেজায় দামি
তোমার অহমবোধ,
অন্য যারা, সস্তা তারা
নিতান্ত নির্বোধ।
তুমিই নাকি বিজ্ঞ, বাকি
সবাই অকাট মুখ্যু,
বলে অযথা, বেমানান কথা
পালিশবিহীন রুক্ষু।
পেয়ে খোসামোদ অহমিকাবোধ
ফুলে ফেপে বেড়ে ওঠে,
দিলে তাকে ছেঁটে, মাপমত কেটে
কষ্ট দেবে না মোটে।
জ্ঞানি গুণি যারা, জ্ঞান বাটে তারা
তবে পায় সম্মান,
অহমের চাপে, নামে ধাপে ধাপে
ক্ষয় অর্জিত মান।
অহমিকা স্যার, মিনতি আমার
নিজেকে ভেবোনা ভিন্ন,
বন্ধু তোমার যত আছে, তার
বন্ধন হবে ছিন্ন।
হবে বড় একা, চারদিক ফাঁকা
নির্জনতায় একক,
মানুষেরা জানি সামাজিক প্রাণী
একা বড় ভয়ানক।
Sunday, February 3, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment