Wednesday, February 27, 2008

শান্তি



সুখে থাকবো বলে
শান্তি গেলো চলে,
বড় অভিমানিনী সে।

যখন আয়ের কোঠা
জমতো ছিটে ফোটা,
শান্তি ঘুমোতো ঠিক পাশে

ডাল ভাতে ভরা পেট,
মাদুর-খাট সোফা সেট,
ধারের বই গিলি গোগ্রাসে

উদাত্ত গলায় গান
তালিম বিহীন সুর তান,
শান্তির বেহাগে সুর ভাসে

বাণিজ্যে হলো লাভ
আয় বাড়ে ধাপে ধাপ,
সুখ ধ্বনিত অট্টহাসে

পাই যত চাই ততো
রোজগার অবিরত,
একটুও ফুরসত নেই শ্বাসে

কিনে বইয়ের পাহাড়
সাজিয়ে দিই সার সার,
কফিন ভরা প্রাণহীন লাসে

দামি দামি খান পান
কমজোরি সুখি জান,
চিন্তায় রোগ জীর্ণ ফ্যাকাসে

শান্তি ফিরে এসো
একটু পাসে বসো,
গান গাও, ঘুমাই অনায়াসে

4 comments:

garam masala said...

Your high class compositions
are on its way to perfection,
Each and every subject's representation,
Makes me read with fascination!
If published, they will definitely create sensation.

Sharmila Dasgupta said...

this is the best comliment
one can receive as a poet
your comments will help me
to compose more and be happy:)

Common Person said...

লুকিয়ে লুকিয়ে কাব্যচর্চা হচ্ছে? আমায় দেখাওনি তো? নাকি আমায় দেখালে শান্তি পেয়ে যেতে, সেই ভয়ে সুখের সঙ্গে ঘর করছো, থুড়ি, সুখে কবিতা লিখছো, চুপি চুপি???

Sharmila Dasgupta said...

ore bhai common person, tor comment dekhe ami hotobhmobo ebong khushite dogomogo..emon surprise dile ke na khushite thake bolte parish? computer gondogol korchhe bole banglay likhte parlam na...