Sunday, February 3, 2008

অবাক




অবাক হয়ে তাদের দেখি!
হিম শীতের শিরশিরে ভোরে,
রোদের নক্সিকাঁথা গায়ে
ফুটপাথে ঘুমায় অঘোরে।

অবাক হয়ে তাকে শুনি!
ট্রেন কামরায় ভিক্ষে করে গান,
ওস্তাদ সুরের সুরতাজ পরে
পায় দিনান্তে খুচরো সম্মান।

অবাক হয়ে তারা বলে,
জমিনটুকুন নিলে কেড়ে?
শিল্পায়নের প্রস্তুতিতে
বলছো, ভিটে যেতে ছেড়ে!

অবাক হয়ে পড়ছি কাগজ,
হত্যালীলা চলছে স্কুলে,
বন্দুকধারি দুধের শিশু
শিক্ষাস্থানেই শিক্ষা ভুলে।

ছোট্টো অবাক অনুভূতি,
নির্বাক হয়ে চলছিল বেশ!
চাইলাম কথা ফুটুক লেখায়
বিবেক বলে, আহা! বেশ!বেশ!

No comments: