বন্ধু! বাঙ্গালীর বাঙ্গালীয়ানা---
তোমার আমার কী আছে অজানা?
মাছ ডিম মাংস ছাড়া রসুইখানা,
ঠিক যেন সুর তাল লয় বিহীন গানা।
ছুটির সকালে জলখাবার লুচি,
সাথে তরকারি, যার যেমন রুচি।
কষিয়ে মাংস রবির দুফুরে,
মিষ্টি দই, শেষে পান খিলি মুড়ে।
ধুতি পাঞ্জাবি, লাল পেড়ে সাড়ি,
সিগ্রেট, বড় টিপ, আড্ডা রয় জারি।
গ্রুপ থিয়েটার, তর্ক আর আঁতলামি,
এ হলো বাঙ্গালির গয়না দামি।
পরনিন্দা পরচর্চা বিহীন,
বাঙ্গালীর বাঙ্গালীয়ানা হয় ক্ষীন।
বাংলা জাগলে তবে ভারত জাগে,
বন্ধ, মিছিল, স্ট্রাইক, সবেতেই আগে।
ফুটবল ক্রিকেট খেলার নেশায় মাতে,
বাস ট্রামে মগ্ন আলোচনাতে।
কূপমন্ডুক নেই, হয়েছে ঘর ছাড়া
প্রবাসে বিদেশে যাচ্ছে তারা।
সাংস্কৃতিক মিশ্রনেও দেখা যায়
বাঙ্গালিয়ানাটা আছে বজায়।
Wednesday, February 27, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ঠিক ঠিক, একটা বাঙালী = বিশেষ মতামত; দুটো বাঙালী = তিনটে সংগঠণ; তিনটে বাঙালী = ফ্রন্ট সরকার। ব্যস। চারটে বাঙালীর ধারণা করার চেয়ে ঈশ্বরপ্রাপ্তি সহজতর।
শেষ কথাঃ বাঙালী বাঙালীর সবচেয়ে বড়ো শত্রু।
jothartho bolechhish
Post a Comment