কালবৈশাখী ঝোড়ো বাতাস,
শান্ত নদীর বুকে উত্থাল
জোয়ার এনে বলে, প্রেমিক।
বর্ষা ভেজা লাল গোধুলি
আলো, সিঁথির মাঝে লেপ্টে
ফুলশয্যায় শুইয়ে বলে, বৌ।
ভোরবেলার মিষ্টি নরম রোদ,
কচি মুঠোয় আঙ্গুল ধরে
ফোকলা হেসে তোতলায়, মম্মা।
তির্যক চাঁদের অর্ধেক আলোয়,
বাকিটা আঁধারে ঢেকে
ডুকরে কেঁদে বলে, একা।
এক টুকরো জ্যোৎস্না জ্বালায় দীপ,
উদ্ভাসিতো বংশধরের
মুখ; বলে, শেষ থেকে শুরু।
শান্ত নদীর বুকে উত্থাল
জোয়ার এনে বলে, প্রেমিক।
বর্ষা ভেজা লাল গোধুলি
আলো, সিঁথির মাঝে লেপ্টে
ফুলশয্যায় শুইয়ে বলে, বৌ।
ভোরবেলার মিষ্টি নরম রোদ,
কচি মুঠোয় আঙ্গুল ধরে
ফোকলা হেসে তোতলায়, মম্মা।
তির্যক চাঁদের অর্ধেক আলোয়,
বাকিটা আঁধারে ঢেকে
ডুকরে কেঁদে বলে, একা।
এক টুকরো জ্যোৎস্না জ্বালায় দীপ,
উদ্ভাসিতো বংশধরের
মুখ; বলে, শেষ থেকে শুরু।
2 comments:
চোখের কোণে শিশিরকণা
মনের উপর হাত বুলিয়ে
দিয়ে, বলে, আনন্দ।
bah...tui chhara emon shunor bhabe ke ar bolte pare?
Post a Comment