![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjee-DCZbs_9V4p0yoSsaWGK8O0IDfFu9C4xuvtuvZwkb0HJ1hyphenhyphenCjgWX9XQ-3SG-N4fz5Qgl8c-iK3jTNkhVvP2XBM69lPlRiR4BGTPzWEE9PT7l-iu9NCyh1GZ2kD3ZmfghUVnE-p7QCU/s320/Veil_Of_the_Soul.jpg)
খুঁজছি আমি খুঁজছি দেখো
খুঁজছি আপন সত্তাকে,
খুঁজতে খুঁজতে মরছি ঘুরে
অন্ধ গলির ঘুরপাকে।
পাচ্ছি খুঁজে কন্যা মাতা
পাচ্ছি খুঁজে বউমাকে,
পেলাম খুঁজে স্ত্রী ঠাকুমা
ভিন্ন রুপে গিন্নীকে।
দশটা রুপের ভিড়ের আড়ে
হারাই আপন আপনারে।
আমার আমি'র সঠিক প্রকাশ
কোথায় পাবো, বল না রে?
খুঁজতে খুঁজতে পাকলো মাথা
হোলাম বধির অন্ধ মূক,
দেখলাম তাই হিয়ার মাঝে
পেলাম তাকে, ঘুচলো দুখ।
No comments:
Post a Comment