Sunday, March 16, 2008
ব্যালেন্সড ডায়েট
মানুষের পাচনশক্তি বড়ই প্রবল;
গালাগালি ধিক্কার অপমানের গরল
নিমেষে হজম ডাইজেস্টিভ জুসে গুলে,
আপোস-স্থলিতে চালান দেয় ঢেকুর তুলে।
কদাচিৎ যদি মনে গায়ে ধরে জ্বালা
তৎক্ষনাৎ নিন্দা-চর্চার হাজমোলা।
ব্যাস্! নতুন উদ্দমে চলে খানাপিনা,
লড়াই সঙ্ঘর্ষ জিৎ মাৎ, এই নিয়ে জীনা।
তিক্ত অভিজ্ঞতার সাথে অশ্রু নোনতা
মিষ্টি মিথ্যাশ্বাস আর টক ঝাল কপটতা;'
ওয়েল ব্যালেন্সড ডায়েটের মজুদ উপকরণ,
খেয়ে দেয়ে হজম করে পুষ্ট জীবন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment