Sunday, March 16, 2008
বেঁচে আছি
বেঁচে থাকার স্বপ্ন---
খরায় প্রথম বৃষ্টির মত
দুর্ভিক্ষের দেশে অন্নের মত
মরুভূমিতে শ্যামলীর মত
বন্ধ্যা নারীর কোলে শিশুর মত।
বেঁচে থাকার আদর্শ---
বিনা মুখোশে, বিনা মেকাপে,
পোশাকি কথায় নয়,নগ্ন সংলাপে;
কথা দিয়ে রাখতে, নয় খেলাপে
শেখানো না, নিজস্ব আলাপে।
বেঁচে থাকার সত্য---
বাঁচতে গেলে মুখোশ পরে থাকতে হয়
চক্ষু লজ্যায় অন্যের মন রাখতে হয়
রাজনীতিতে মাছ দিয়ে শাক ঢাকতে হয়
স্বার্থের জন্য পরের কৃতি ছাঁটতে হয়।
আমি বেঁচে আছি---
স্বপ্ন আর আদর্শের দুই ডানা মুড়ে
সমাজের এই কালচক্রে ঘুরে ঘুরে
কদাচিৎ ডানা মেলে যাই উড়ে
বাঁচার মত বাঁচি সেই ইচ্ছাপুরে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment