Friday, March 28, 2008

বেচুনি


শ্যামলা শুকনো মুখ
দু চোখে ক্লান্তি,
উস্কোখুস্কো চুল কপালে।

কাঁধে ভারি ব্যাগ
দু হাতে থলি,
দ্বিধাগ্রস্থ আঙ্গুল বেল-এ।

ভাত-ঘুম ভাঙ্গা রাগ
কুঞ্চিতো ভুঁরু,
দরজা খুলে হুঙ্কার জোরে।

জ্বালিয়ে খেলে!
কেন গো বাপু
আসো বেচতে ভর দুফুরে?

মিষ্টি কাকুতি,
লিপস্টিক নেলপালিস
একটু দেখাই আপনাকে?

নামি কোম্পানি,
অপূর্ব সব রঙ,
বৌদিকে ভীষন মানাবে।

কালিয়ার হাই
চেপে, বিরক্ত,
ফরেন ছেড়ে এলেবেলে?

সপাটে বন্ধ;
আরো একটা যোগ
'না' সঙ্খ্যার হারে।

ভোরের জল মুড়ি
হজম, টক ঢেকুর,
ক্লান্ত পায়ে পাশের দ্বারে।

No comments: