![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbmNBy0Ed9Mx7er5hFQwi0hi2Lf_uyD9TjPDT7kTnZkrsIb4CCevltJweM1DuRlySfnlqj0KRazAnfV_9CUpcuzGTeSXv8P0e-0iXlyvVrMhxD2JZl1FtvTu5NbVZRuTLkCWl6ZGtolks/s200/fear.jpg)
মেয়ের সব কিছুতেই ভয়।
আঁধার জঠর থেকে আলোয়
জন্মাতে সংশয়,
মেয়ের সব কিছুতেই ভয়।
চোখ ফুটলেই লিঙ্গ ভেদের
সঙ্গে পরিচয়,
মেয়ের সব কিছুতেই ভয়।
হাঁটতে শিখে লক্ষণ রেখা
যদি বা লঙ্ঘয়,
মেয়ের সব কিছুতেই ভয়।
বোবা ঠোঁটে জাগলে ভাষা
খণার পরিচয়,
মেয়ের সব কিছুতেই ভয়।
শিক্ষা পেয়ে শিক্ষা দিলে
পুরুষ জাতির সয়?
মেয়ের সব কিছুতেই ভয়।
বেগার খেটে সংসারেতে
অগৌরবে রয়,
মেয়ের সব কিছুতেই ভয়।
পুরুষ অহম অটুত রাখতে
সত্তার অবক্ষয়;
চন্দন সাজে ছবির ফ্রেমে
শ্রাদ্ধ মন্ত্র উচ্চারনে
সম্মানীত হয়।
মেয়ের নেই কোনো আর ভয়!!!
No comments:
Post a Comment