Tuesday, April 1, 2008

পদ্য-পার



চিলতে রোদের জাদু-প্রদীপ,
ঘষে দিলাম আলতো হাতে
জিন-এর ছায়া পড়লো তাতে।

হুকুম আকা! বজ্র নিনাদ,
ইচ্ছে আমার মেঘ-গালিচায়
যাবো উড়ে দূর সীমানায়।

সৃজন নদীর পদ্য-পারে,
কাব্যি রাজার সাহিত্য রাজ
ভাবন লিখন শাস্ত্র সমাজ।

রাজা প্রজা ফুল পাখিদের
এক-ই ভাষা ওম-কার রব
ভিন্নতার নেই কলরব।

হাজির শুভ্র মেঘ-গালিচা,
উড়াই তাকে ঝড়ের বেগে
মোহের বাঁধন পিছন রেখে।

কিন্তু এ কী! কোথায় সে দেশ?
ঘুরছি আমি দিশেহারা
নাবিক বিহীন ছন্নছাড়া।

মেঘ-গালিচা ছিন্ন-ভিন্ন,
আঁকড়ে খুঁজি, পাই যদি
পদ্য-পারে সৃজন নদি?

No comments: