Tuesday, April 29, 2008

শৈশব ও দ্বিতীয় শৈশব


হামাগুড়ি দিয়ে খুঁজে চলে শিশু,
নতুন গন্ধ নতুন স্বাদ।

হতে চায় সে পরিচিত
শৈশবের নির্ভিকতায়।


পৃথিবী তার হাতের মুঠোয়;
ছুঁইয়ে চেখে দেখা চাই সব।

পছন্দের সাথে অমিল হলেই কান্না,
কোল চুমু আদর,

শিশুর হাসিতে শৈশবের জয়।

হামাগুড়ি দিয়ে কী যেন খোঁজে বৃদ্ধ,
হারিয়ে যাওয়া স্মৃতি?
নাকি,
কোনো অমূল্য রক্তের বন্ধন
যা কবে যেন আলগা হয়ে
ছিন্নভিন্ন ছড়ানো।

একাগ্র একনিষ্ঠ খোঁজ,
নিজেরই বিষ্ঠায় হোয়ে মাখামাখি ;
ঝাপসা চোখের জল আর
গড়িয়ে পড়া লালার পুকুর।


খেয়েই খাবো বলে কান্না,
খেতে দিলে ছড়িয়ে ছিটিয়ে একাকার।

শিশুসুলভ আচরন--
শৈশবের রত্ন,
দ্বিতীয় শৈশবে তা
বড়ই অবাঞ্ছিত, বড়ই দুঃসহ
বড়ই যন্ত্রনাময়।

1 comment:

ICHHADANA said...

ditio soisob ..........monke chhnue galo..........