Friday, April 25, 2008

ভাবছি


ভাবছি----

আফ্রিকার জঙ্গলে যাবো ঘুরতে।

ধার করে আনবো কিছু

হিংস্র ভালবাসা
হিংস্র স্বাধীনতা
হিংস্র সরলতা
হিংস্র মর্য্যাদা।

সভ্যতার সাথে মিশিয়ে দিলে

যদি---

মানুষ 'মানুষ' হয়ে ওঠে!

1 comment:

ICHHADANA said...

ekkebare onyarakom !!!!! bhalo laglo