Friday, April 4, 2008
সব্বনাশা নেশা
চলছিলো বেশ খাসা,
রেঁধে বেড়ে নিদ্রা দিয়ে
ছবির মত বাসা।
হঠাৎ কী যে হলো,
ইঁদুর হাতে পড়লো ধরা
ওমনি বধু মোলো।
জানলা গেল খুলে,
দেশ বিদেশের বন্ধু আসে
বোতামগুলো ছুঁলে।
গল্প পদ্য ছড়া,
হঠাৎ লাগে জীবনটাকে
রূপকথাতে গড়া।
ভুললো নাওয়া খাওয়া,
রাত্রি দিবস কুটুর কুটুর
লাগলো নেট-এর হাওয়া।
পুড়লো সেদিন মাংস,
একদিন দুধ শুকিয়ে ধোঁওয়া
কেকের বাটি ধ্বংস।
রূপকথাতে রাক্ষস,
গপ গপিয়ে হ্যাক করে খায়
মুখোশধারি খোক্ষস।
জানলা হলো বন্ধ,
ইঁদুরখানা ছেড়ে আবার
সুক্ত মাছের গন্ধ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment