Thursday, January 31, 2008

চুক্তিবদ্ধ



প্রেম এসে নীরবে
বলে, আমায় নেবে?
নিবিড় আলিঙ্গনের উষ্ণতায়,
আদরে ভরাবে?

বলি, সে কী আর হয়?
বিনা পরখে নয়---
দেখি তোমার ডিগ্রি, মাসিক আয়,
দাও বংশপরিচয়?

বলে, নেই কোনো আয়,
ভরপুর, স্বপ্ন আশায়---
নীল রক্ত বয় না ধমনীতে
লালের সাথে মিশ খায়।

নিশ্চুপ! অশ্রু ঝরে,
প্রেম প্রতীক্ষা করে---
সমাজের কাছে চুক্তিবদ্ধ
আমি, সে যায় ফিরে!

Monday, January 28, 2008

এক গুচ্ছ হাইকু


( ১)
লাল বেনারসি,
দৃষ্টির মিলনে শপথ
আরক্ত হাসি।


(২)
শীতে চিলতে রোদ
দখলের কাড়াকাড়ি,
ফ্ল্যাটবাসীর সম্পদ।


(৩)
প্রায় বনধ্, বক্তৃতা,
ট্রাম, রিক্সা, বই-মেলা--
আমার কলকাতা।


(৪)
ছুটির দুফুরে,
গল্পের বই, আচার হাতে
শৈশবে ফেরে।








Sunday, January 27, 2008

স্ফুলিঙ্গ


লুকিয়ে টানা
কৈশোরে বাবার সিগারেট,
জানলো অজানা।

হাইস্কুলে প্রায় দিন
টিফিনের পয়সা খরচ,
সস্তায় গোটা তিন।

কলেজে নেশা,
কফি হাউসে চারমিনার
ধোঁওয়ার কুয়াশা।

তারপর?ঐ যা হয়!
দিনে কম করে চল্লিশ
ধোঁওয়াতেই আশ্রয়।

কাশির দমক জোর,
রোজ ভাবে ছেড়ে দেবে
আঁকড়ায় নাছোড়।

ধীরে ধীরে গ্রাস,
বুকের খাঁচার কলকব্জা
বিকল বারোমাস।

ঘুমিয়ে পাড়া,
হাপড়ের মত টেনে
বাতাস কাড়া।

খোকা বলে, না!
বাবাকে খেলো সিগ্রেট,
আমায় খাবে না!

Wednesday, January 23, 2008

ওয়েট লস্


ধুম উঠেছে
সব মেতেছে
ওজন কমার তালে,
ওয়েট্-লস পিল
জিম-এ ট্রেডমিল
ব্যায়াম রোজ সকালে।

পরণে তাদের
হাল ফ্যাসানের
বুটিকের কেনা ড্রেস,
কসরত ফাঁকে
একে ওকে দেখে
জরিপ চলছে বেশ!

জিম-এ এন্তার
প্যাকেজ অফার,
তিন মাসে দশ কেজি
কমলে না পরে
পাবে টাকে ফিরে,
বলো, কে না হবে রাজি?

গুচ্ছের টাকা
দিয়ে জিম-এ ঢোকা
মনে কত অভিলাষা,
তিন মাস পর
হতবাক বর
বলবে, ফিগার খাসা!

মুশকিল হলো,
জিম-এতে ধরালো
কী খাবে-না খাবার চার্ট,
চিনি ঘি বা তেল
খেলে হবে ফেল--
সিদ্ধ সবজি, ইয়োগার্ট।

ব্যয়ামের পর
ক্ষিদে পায় জোর
ছুঁচো দেয় ডন বৈঠক,
বিরিয়ানি টিক্কা
কাবাব ফুচকা
দমে না খাওয়ার শখ।

পুরোলো না মাস
ফেলে দীর্ঘশ্বাস
কসরত হলো বন্ধ,
আজকের ধুম
রেসিপি নতুন
রেঁধে খায় ভাল মন্দ।

Sunday, January 20, 2008

বীরাঙ্গনা




আছি সুখে-স্বাচ্ছন্দে,
খোস মেজাজে আনন্দে;
জানিনা বাঁচার লড়াই,
তবু কত মিছে বড়াই!
কাটলে কদাপি তাল,
চোখে জলে নাজেহাল।

পাড়ার ঠিকে ঝি শেতলা,
রাত দিন খেটে চলা--;
স্বামি করে যত রোজগার,
জুয়ায় হারে তা এন্তার।
ঘরে তিন শিশু, শাশুড়ি,
কাঁধে দায় ঝুরি ঝুরি।

ছোট মেয়ে বোবা তার,
নিজে সে মৃগীর স্বীকার;
পোড়া দাগ হাতে কপালে,
মূর্চ্ছা গেছিলো হেঁসেলে।
পথে ঘাটে বাবু-বাড়ি,
মৃগী ধরে চুপিসারি--!


জ্ঞান ফিরে হাতে ন্যাতা,
ফের কাজে ডোবে সেতা;
চলে গেলে ঠিকে কাজ,
পড়বে যে শিরে বাজ!
চিকিচ্ছে কোরে নিরোগ?
হিসেব থেকে তা বিয়োগ।

রোগা ভোগা ঐ শেতলা,
তবু যেন কত সবলা!
মুখ বুজে হাড় খাটুনি
কখনো নালিশ শুনিনি
এই কী বীরাঙ্গনা?
হার কভু যে মানে না!

বড় খোকা যায় ইস্কুল,
মানুষ করবে নির্ভুল।
বড় হয়ে করে রোজগার,
নিয়ে নেবে তার সব ভার।
মৃগী-ধরা ক্ষয়া শরীর-
খোঁজে নীড়-- শান্তির ।

Friday, January 18, 2008

ভালবাসা কারে কয়


কারে কয় ভালবাসা?
জানা নেই পরিভাষা!
নানা লোকে নানা কথা কয়।

যারে তুমি ভালবাসো,
তারই সাথে কাঁদো হাসো;
সুখে দুখে তারা পাশে রয়।


ভালবেসে ত্যাগ করে,
ভালবেসে মেরে, মরে!
মানে না সে রীতি নীতি ভয়।

ধর্মকে মানে না,
জাতিভেদ জানে না;
কু-আচার কভু নাহি সয়!

সন্তান প্রতি মা’র
প্রেম, সীমা নাই তার
অমর - অজেয় - অক্ষয়!

প্রেমে এলে অহমিকা,
ভালবাসা হয় ফিকা;
দেওয়া নেওয়া এক নাহি হয়।


ভালবেসে আপনারে,
অন্তরে - বাহিরে;

জেনো ভালবাসা কারে কয়!

Wednesday, January 16, 2008

আজব ব্যামো

ধরলো আমায় আজব ব্যামোয়
লিখেই চলি কেবল,
হলেও আবোল তাবোল।

যত্ন করে সাজাই ছন্দে
পদ্য, গল্প, ছড়া,
আবেগ দিয়ে গড়া।

ব্যামোর প্রকোপ যখন অল্প
সবাই বলতো বাঃ!
আরো কেন লেখনা!

জ্বরের পারা যতই বাড়ে
রোজের কাজে ভুল,
দেওয়াল কোনে ঝুল।

সার্ট প্যান্টে ইস্তিরি কই?
টেলিফোন বিল দাওনি?
ড্রাই ক্লীনারে যাওনি?

ব্যামো সারার দাওয়াই খুঁজে
লাগাই ক্ষতে মলম,
বন্ধ খাতা কলম।

ভাবনা চিন্তা পায় না লাগাম
স্বপ্নে আসে তেড়ে,

রাতের ঘুমকে কেড়ে।

কত্তা আমায় বললো,"দেখি
খাতার পাতা খালি,
চোখের কোনে কালি!

আজকে থেকে ভাগ করে নিই
কাজের খুঁটি নাটি,
নইলে লেখা মাটি!”

এখন আমি নিত্যি ভুগে

লিখছি রাশি রাশি,
সুখ - সাগরে ভাসি।

Thursday, January 10, 2008

ফাঁস



(ওরা)------- এখনো বয়সে কাঁচা,
(ওদের)----- দিস না চটকে বাঁচা-
(ওরে)------ বাপ মায়েরা! বুঝতে কী পাস?

--------------কচি কাঁধে তার ভার এক রাশ!
--------------বোঝাবহনের চাপেতে ক্লিষ্ট
--------------শিশু তোর বারোমাস!


(সেই)--------ভোর থেকে রাত আটটা,
(দেখি)-------খেটে চলে শিশু জাতটা-
(আছে)-------ইস্কুল থেকে ফিরে টিউশন
--------------ভূগোল, অঙ্ক, ভাষা, বিজ্ঞ্যান,
--------------প্রথম স্থানটা ফস্কায় যদি
--------------থাকবে কী সম্মান?


(তোকে)----- হতেই হবে রে ডাক্তার,
(বা)----------ইঞ্জিনিয়ার, মোক্তার --
(যদি)--------খেলতে করিস সময় নষ্ট,
--------------দেখতে পাচ্ছি সমুখ স্পষ্ট,
--------------কাটথ্রোট ধার রেসে হেরে গিয়ে
--------------কষ্ট! শুধুই কষ্ট!


(শোনো)------এখনো আছে সময়,
(ওরা)--------ভয়কে করুক জয়-
(দিও)--------অবিরত ওকে তোমার আশ্বাস,
---------------হারলেও সে যে কতখানি খাস,
(নইলে)-------কচি মন ভার সইতে না পেরে
---------------পরবে গলায় ফাঁস!

Friday, January 4, 2008

দম্পতি পাঁচালি


শুন শুন সর্বজন,শুন দিয়া মন,
পরিচিত কাহিনি এক করিনু বর্ণন;

আমাদের প্রতিবেশী দম্পতি রায়
তাঁহাদের মাঝে মিল খুঁজিতাম প্রায়

রায় মহাশয় তিনি বড় বেরসিক,
শিল্পকলায় রুচি নাই তার অধিক।

রায় গিন্নি বিনোদিনী নিয়াছেন শিক্ষা
গুরুদেব নিকেতনে, সেখানেই দীক্ষা।

নৃত্য গীতে সুদক্ষা, গুণী, সুরসিকা;
সুরুচি-সম্পন্না তিনি, তিনি সুলেখিকা--।

একদা জোছনা-মাখা আলোকিত সাঁঝে,
চন্দ্র দেখিয়া বীণা বাজে মন মাঝে;

স্বামীর হস্ত ধরি হাসিয়া সে কয়,
“কি অপূর্ব চাঁদ দেখ!পূর্ণিমা নিশ্চয়!”

শিহরিয়া কর্ত্তা কয়,” সব্বনেশে কথা!
বেড়েছে কি গাঁটে গাঁটে বাতের ব্যথা?

হায় রে বিধাতা! দেখি এ কী তব লীলা,
এ হেন অমিল জোড়া কেন বা রচিলা???