Sunday, May 4, 2008

হুলোর হুজ্জতি



হলদেটে হাড়গিলে
হাঁসিদের হুলোটা,

হুস হুস করে ফোঁকে
হাফ ভাঙ্গা হুকোটা।

হেঁসেলের হাঁড়িতে
হলুদ মাখানো কৈ,

হাত পুরে হরপায়
হ্যাট হ্যাট হৈ চৈ।

হুট করে ঢুকে যায়
হাবুদের বাগানে,

হাঁস মুখে নিয়ে ছুট
হারানের দোকানে।

হ্যাংলামি থামে না
হুলো দেয় দুধে মুখ,

হালার পো হালা তুই
হর দিনই ছুক ছুক!

হুলো হোয়ে বন্দী
নদীতে বিসর্জন,

পরদিন হাবু দেখে
হুলো আসে হন হন।

হায় হায়!হবে কী যে
ডুবলেও মরে না,

নয় জান বর পেয়ে
হুজ্জতি থামে না।

2 comments:

Haridaspal said...

Highly hilarious! Howlingly heady! Hugely hypnotic! Head-turning! Heavenly! Handsome! Howitzeric!


HEBBY HOYECHHE!!!

Suparna's Blog said...

hahaha...khub sundor.....chhoto belar katha mone pore gelo...khub atychar chhilo amader bariteo....