Monday, May 19, 2008
প্রত্যাবর্তন
এলো চুলে অপমানের জট,
লুটাচ্ছে লাঞ্ছনার আঁচল।
অত্যাচারের ট্যাটু
শরীর জুড়ে নক্সা।
এক যুগ কান্নার সমূদ্র,
অতলে তলিয়ে যাবার
তীব্র বাসনা।
এক সারি আহ্লাদি ঢেউ
আঁছড়ে পড়ে পায়ের ওপর।
সমাজের প্রতিক হয়ে
চাইলো ক্ষমা।
আলতো আঙ্গুলে ছাড়ালো জট
মুছে দিয়ে নক্সা
খুলে দিলো শেকল।
ফেনিল জলে সমাধি হলো
ভয় দুর্বলতা আপোস।
ভিজে বালুচরে
জোড়া পদচিহ্ন,
বলিষ্ঠ, আত্মবিশ্বাসে ভরা।
ঋণ পরিশোধের অঙ্গিকারে,
সমূদ্রকে পিছনে ফেলে
জনারণ্যের দিকে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment