Friday, May 30, 2008

এক ফালি চাঁদ



ভোরের লালিমা গালে,
সোনালি রোদের অভ্র
ছড়িয়ে চোখের পাতায়,
সাতরঙ্গা প্রথম চুম্বন।

বসন্তের মদিরার নেশায়,
বাঁধ ভাঙ্গা জলোচ্ছাসে
ভেসে যায় সংযমের ভেলা,
মুছে যায় নিষেধের গন্ডি।

মধ্যাহ্ণের দাবানল পুড়িয়ে দিয়ে
চলে যায় অন্যত্র, অন্যখানে।
কুমারি মরুভূমির বুকে
স্তব্ধ সূর্যাস্ত।

ভোর থেকে রাত অমাবশ্যা,
খরকুটো ধরে বাঁচা,
গর্ভের ঐ এক ফালি চাঁদ
এক আকাশ পূর্ণিমা।

No comments: