![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQD-4agUAWAHUZBN182tPRvypmQTKioVjHIP1LrZK6XzSn_A6-o-WSl5_UgUqGGbgVnNr_nyXGPAWE3QYQ8nCBB0kMaq3CIdis21XZAkrDqjgTwfn90Mf78Vu5z7UTUN3sTVZNrldv1L4/s200/printed_shawl_small.jpg)
বারান্দায় রদ্দুরে আরাম-কেদারা,
এক কাপ ধূমায়িতো কফি।
স্বপ্নের পশ্মিনার ঊষ্ণতায়
নিশ্চিন্ত সুখের আমেজ।
বলদে টানা জীবন
স্পেস-শিপে--
এক যুগ এক সেকেন্ড।
রদ্দুরের দিক-পরিবর্তন,
পশ্মিনার ফুটো দিয়ে
শব-শীতল বাস্তবের চাবুক।
নিপুণ হাতে মেরামত,
ছেঁড়া সুতো দিয়ে বুনি
নতুন আরেক,
আবার, আবার, বারবার...।
1 comment:
ei lekhata ekkebare onyarakom
Post a Comment