Saturday, May 31, 2008
দাম্পত্ত্ব কলহ = প্রেম?
ভোর থেকে হয় শুরু
গর্জন গুরু গুরু,
কর্তা গিন্নি তার সপ্তকে
ঝগড়া করেন শুরু।
(ভোর)
সারারাত ডাকো নাক
যেন জোড়া জয়-ঢাক,
চোখের পাতা এক করে দায়
আমারই রটন লাক!
(সকাল)
আজও ভুললে ঝিঙ্গে
রুই না এনে শিঙ্গে?
ফুলকফি বেমালুন ভুলে
এক গাদা চিচিঙ্গে।
(দুফুর)
এ কী রান্নার ছিরি
নুনকাটা বিচ্ছিরি!
থালা বাটি ছুঁড়ে কর্তা
ধরান রেগে বিড়ি।
(ভর-দুফুর)
বেহাগ সুরে কান্না
এ সংসারে আন্না!
আজই যাবো জাহান্নামে
নিজেই কোরো রান্না।
(সন্ধ্যা)
সন্ধ্যাবেলায় রিমোট
কেন্দ্র করে বিস্ফোট,
সিরিয়াল না খেলা দেখবে
এই নিয়ে ঘনঘোট।
(রাত)
মশারি টাঙ্গাবে কে?
রোজ আসো দেরিতে,
মশার কামড়ে প্রাণ যায় যায়
সব কাজেতেই ‘ইয়ে’।
ষাঠ বছরের লড়াই
শুনছি পাড়ার সবাই,
কিন্ত দাদা বৌদির মত
প্রেমিক আমরা থোরাই?
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
darun bolle kom bolbo..............kebol haschhi.........
Post a Comment