মেয়ের সব কিছুতেই ভয়। আঁধার জঠর থেকে আলোয় জন্মাতে সংশয়, মেয়ের সব কিছুতেই ভয়। চোখ ফুটলেই লিঙ্গ ভেদের সঙ্গে পরিচয়, মেয়ের সব কিছুতেই ভয়। হাঁটতে শিখে লক্ষণ রেখা যদি বা লঙ্ঘয়, মেয়ের সব কিছুতেই ভয়। বোবা ঠোঁটে জাগলে ভাষা খণার পরিচয়, মেয়ের সব কিছুতেই ভয়। শিক্ষা পেয়ে শিক্ষা দিলে পুরুষ জাতির সয়? মেয়ের সব কিছুতেই ভয়। বেগার খেটে সংসারেতে অগৌরবে রয়, মেয়ের সব কিছুতেই ভয়। পুরুষ অহম অটুত রাখতে সত্তার অবক্ষয়; চন্দন সাজে ছবির ফ্রেমে শ্রাদ্ধ মন্ত্র উচ্চারনে সম্মানীত হয়। মেয়ের নেই কোনো আর ভয়!!!
বেঁচে থাকার স্বপ্ন--- খরায় প্রথম বৃষ্টির মত দুর্ভিক্ষের দেশে অন্নের মত মরুভূমিতে শ্যামলীর মত বন্ধ্যা নারীর কোলে শিশুর মত। বেঁচে থাকার আদর্শ--- বিনা মুখোশে, বিনা মেকাপে, পোশাকি কথায় নয়,নগ্ন সংলাপে; কথা দিয়ে রাখতে, নয় খেলাপে শেখানো না, নিজস্ব আলাপে। বেঁচে থাকার সত্য--- বাঁচতে গেলে মুখোশ পরে থাকতে হয় চক্ষু লজ্যায় অন্যের মন রাখতে হয় রাজনীতিতে মাছ দিয়ে শাক ঢাকতে হয় স্বার্থের জন্য পরের কৃতি ছাঁটতে হয়।
আমি বেঁচে আছি--- স্বপ্ন আর আদর্শের দুই ডানা মুড়ে সমাজের এই কালচক্রে ঘুরে ঘুরে কদাচিৎ ডানা মেলে যাই উড়ে বাঁচার মত বাঁচি সেই ইচ্ছাপুরে।
What I write are figments of my imagination. These are random thoughts which I try to translate into words.My miniscule talent gives me pleasure of an immeasurable magnitude.
ইচ্ছে হলো লিখি আমি
মনের ভাবনাগুলো খাতার পাতায়,
নাম নয় যশ নয়,
অবিমিশ্র আনন্দ মনকে মাতায়।