Saturday, February 23, 2008

দেখেছি তোমায়


আমি দেখেছি তোমায়...
শীত ভোর ঘন কুয়াশায়,
সূর্য্যোদয়ের লালিমায়,
ভাসমান মেঘের নক্সায়,
এক বিন্দু বৃষ্টি পাতায়,
ইন্দ্রধনুষ গরিমায়,
জোৎস্না রুপোলি থালায়,
কচি এক পল্লব শাখায়।

আমি দেখেছি তোমায়...
দারিদ্রের ক্ষুধা জ্বালায়,
ধনোপার্জন লালসায়,
নব বধুটির লজ্জায়,
বৃদ্ধাবাসে প্রতীক্ষায়,
মায়ের প্রসব যন্ত্রনায়,
নব জাতকের কান্নায়,
শবের জ্বলন্ত চিতায়।

প্রতিদিন দেখি তোমায়...
প্রেম, প্রকৃতি, জীবাত্মায়,
তাও কেন খুঁজি পূজায়,
আড়ম্বরে, অর্চনায়?
তোমায় পাবার বাসনায়
খুঁজে পাওয়া ধন হারায়;
সর্বত্র অস্তিত্ব ছায়,
চিনি না, অক্ষমতায়।

2 comments:

Common Person said...

আহা! অপূর্ব অনুভূতি।
ঠিকেই কথাগুলোই কতোজন কতোভাবে বললো, তবু পুরোনো হলো না। আসলে এ হলো স্বতন্ত্র ভাবনার জগৎ, এখানে হাজারবার বলা কথাও পুরোনো হবার ফুরসত পায়না।

Sharmila Dasgupta said...

thik bolechhish....hashpatale boshe onubhutigulo aro bishesh bhabe ter pachchhilam...