Tuesday, February 12, 2008

ভ্যালেন্টাইন ডে




রাস্তার ধারে আগাছার মাঝে
ফুটেছিলো সে,
হলুদ গোলাপি মেশানো ফুল
তুলে নিই তাকে।
সাধ্য না থাক, সাধ কি আর হয় না
উপহার দিতে?
ইচ্ছে ছিলো তোমাকে দেবো
এক সেট মান্না দে,
কিম্বা শক্তি বুদ্ধর কবিতা
লাল রিবন বেঁধে!
নিদেনপক্ষে ক্যাডবেরি হেম্পার
ভাগ করে খেতে!
ইচ্ছেগুলো এই ছোট্ট ফুলে বেঁধে
যদি দিই, নেবে?
লক্ষীটি! ছুঁড়ে ফেলো না--আজ
ভ্যালেনটাইন ডে।

2 comments:

Common Person said...

এইটা আমার চেনা। ছবিটা তুলে দেবো ভাবলাম, কিন্তু কিভাবে সম্ভব বুঝতে পারলাম না।

Sharmila Dasgupta said...

chhobita ami i tule debo..