Monday, February 11, 2008
ভূত রহস্য
কনকনে শীত, গরম খিচুড়ি
বইখানা খুলে, কম্বল মুড়ি।
রাত্রি গড়িয়ে প্রথম প্রহর,
ভুতের কাহিনী, রোমাঞ্চ ঘোর।
আত্মীয় বিনে গৃহ শূনশান,
পরিজন সব ছুটিতে দামান।
মৃদু শব্দ শুনে চমকাই!
না,কিছু নেই, ঘরটা ফাকাই।
ঠিক তখনই বিজলী উধাও,
ঘোর অমানিশা যেদিক তাকাও।
হঠাৎ দমকা হাওয়া, খোলে দ্বার,
ছায়া অবয়ব দাঁড়িয়ে-- কার?
খিলখিল হেসে এগোয় সমুখে
ঠক ঠকা ঠক তাল ঠুকে ঠুকে।
খ্যানখ্যানে বানি ক্ষোনা স্বরে,
ইস্, কচি মাংসের গন্ধ ঘরে!
বারোমাস বুড়ো হাড্ডি চিবাই,
শ্মশানে দু-চার যা জোটে তাই।
এদিকে গিন্নীর লেটেস্ট বায়না,
ফাসট্ ফুড ছাড়া মুখে রোচেনা।
কেএফসি’র ফ্রাইড চিকেন খাবেন,
নইলে আমায় ডিভোর্স দেবেন।
বোঝালেও বোঝে না ম্যাডাম
বার্ড-ফ্লু রোগে শেষ চিকেন তামাম।
আজকে ঘোচাবো গিন্নীর নোলা;
ফেটিয়ে খানিক ব্যাসন গোলা,
তাতে চুবিয়ে স্লাইসড্ মাংস
তোর শরিরের কচি যে অংশ,
কেএফসি স্টাইল, নরমাংস ফ্রাই,
সাথে ব্লাডি মেরি, আর কী চাই?
শুনে দাঁতে দাঁত, ভয়ে চুল খাড়া,
ভূ--ত! চিৎকারে জাগাই পাড়া।
হাবুদার স্বরে ভুত বাবাজি
বলে, দূর বোকা! হারলি বাজি।
কলার তুলে মেরেছিলি চাল,
ভূত-পেত্নিরা সব বোগাস আর জাল।
পেলে কোনোদিন ভয়, দিবি ট্রীট্
ওহ ক্যালকাটা অথবা পার্ক স্ট্রীট্।
বলি, বে বে বেশ দিলাম কথা,
রাতটা এখানেই থাক্ হাবুদা।
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
superb!!!
thank you...yo've made my day...
Post a Comment