সুখে থাকবো বলে
শান্তি গেলো চলে,
বড় অভিমানিনী সে।
যখন আয়ের কোঠা
জমতো ছিটে ফোটা,
শান্তি ঘুমোতো ঠিক পাশে।
ডাল ভাতে ভরা পেট,
মাদুর-খাট সোফা সেট,
ধারের বই গিলি গোগ্রাসে।
উদাত্ত গলায় গান
তালিম বিহীন সুর তান,
শান্তির বেহাগে সুর ভাসে।
বাণিজ্যে হলো লাভ
আয় বাড়ে ধাপে ধাপ,
সুখ ধ্বনিত অট্টহাসে।
পাই যত চাই ততো
রোজগার অবিরত,
একটুও ফুরসত নেই শ্বাসে।
কিনে বইয়ের পাহাড়
সাজিয়ে দিই সার সার,
কফিন ভরা প্রাণহীন লাসে।
দামি দামি খান পান
কমজোরি সুখি জান,
চিন্তায় রোগ জীর্ণ ফ্যাকাসে।
শান্তি ফিরে এসো
একটু পাসে বসো,
গান গাও, ঘুমাই অনায়াসে।
শান্তি গেলো চলে,
বড় অভিমানিনী সে।
যখন আয়ের কোঠা
জমতো ছিটে ফোটা,
শান্তি ঘুমোতো ঠিক পাশে।
ডাল ভাতে ভরা পেট,
মাদুর-খাট সোফা সেট,
ধারের বই গিলি গোগ্রাসে।
উদাত্ত গলায় গান
তালিম বিহীন সুর তান,
শান্তির বেহাগে সুর ভাসে।
বাণিজ্যে হলো লাভ
আয় বাড়ে ধাপে ধাপ,
সুখ ধ্বনিত অট্টহাসে।
পাই যত চাই ততো
রোজগার অবিরত,
একটুও ফুরসত নেই শ্বাসে।
কিনে বইয়ের পাহাড়
সাজিয়ে দিই সার সার,
কফিন ভরা প্রাণহীন লাসে।
দামি দামি খান পান
কমজোরি সুখি জান,
চিন্তায় রোগ জীর্ণ ফ্যাকাসে।
শান্তি ফিরে এসো
একটু পাসে বসো,
গান গাও, ঘুমাই অনায়াসে।