আরে আরে দাদামশাই এস এস এস,
আগে একটা গল্প বল, তারপরে নয় কেশো!
কিসের গল্প শুনবো আমি? ভুতের নাকি রাজার?
রূপকথা আর ভাল্লাগে না, গল্প আছে হাজার।
যেমন ধর হরিয়ানায় মেয়ের নাকি আকাল?
হন্যে হয়ে খুঁজছে কণে যুবক সকাল বিকাল।
কিম্বা ধর রাজধানীতে এক দিনের ঐ বৃষ্টি
ভাসিয়ে দিলো রাস্তা বাড়ি, সিভিল অনাসৃষ্টি।
এই যে দেখি পাস করা সব বেকার আমার দেশে
‘কল লেটারের’ অপেক্ষাতে পাক ধরেছে কেশে।
ধর্ষিতা ঐ পাগলি মেয়ে ভাবছে পেটে ভাই
কোর্ট বাবুরা রায় দিয়েছে প্রসব করা চাই।
চিকেন-গুনি সোয়াইন-ফুলু ‘বাইওলজিকাল ওয়ার’
নাকে মুখে কাপড় বেঁধে পারলে সবাই লড়।
এই দেখ কী কান্ড আমার, নিজেই বকে মরি!
রূপকথারই গল্প শোনাও, রাজা রানি পরি।
1 comment:
I had no idea about this part of your talent. Truly impressed! Enjoyed your writings. Will follow you as you write further.
Indranil
Post a Comment