![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoGs8aHaU4HWZFGoNQKAV8JFWdZ9aVSbld6pNpY-RwZqn4Jcw_g0VIgZViFxhBo_tKe9MwbISll07BUnU02Zy31bgL8P8AoZ3ntDUlYPjzTol_ZCaKF1GDPO_DXxmftBiWhg6ITd0cHtA/s320/Rain_on_the_field.jpg)
বৃষ্টি এলো বৃষ্টি গেলো
ফসল ভিজলো কই
শুকনো মাঠে হল্কা হাওয়া
চাল বাড়ন্ত সঈ।
ঘামের ধারায় ভিজছে দেখি
চিলতে জমি তার
নোনতা জলে নেতিয়ে পড়ে
ধানের শিসের সার।
বৃষ্টি লুকোয় চাসী কাঁদে
কাঁদে সহর গ্রাম
ডাল ভাত শাক গয়না সমান
আকাশ ছোঁওয়া দাম।
বর্ষাকালে গৃষ্ম কেন?
কোথায় কালো মেঘ?
গাছ কোথা আর শহর গ্রামে
বর্ষার সে আবেগ?
সবুজ যতো বৃষ্টি ততো
দুইয়ের ভারি ভাব
গাছের ডাকে চাষীর ক্ষেতে
মেঘ দেয় তার জবাব।
আয় রে ওরে ধরাবাসি
সবুজ ফোটাই রোজ
ঋতু নিজেই আসবে ফিরে
থাকবে না নিখোঁজ।
ফসল ভিজলো কই
শুকনো মাঠে হল্কা হাওয়া
চাল বাড়ন্ত সঈ।
ঘামের ধারায় ভিজছে দেখি
চিলতে জমি তার
নোনতা জলে নেতিয়ে পড়ে
ধানের শিসের সার।
বৃষ্টি লুকোয় চাসী কাঁদে
কাঁদে সহর গ্রাম
ডাল ভাত শাক গয়না সমান
আকাশ ছোঁওয়া দাম।
বর্ষাকালে গৃষ্ম কেন?
কোথায় কালো মেঘ?
গাছ কোথা আর শহর গ্রামে
বর্ষার সে আবেগ?
সবুজ যতো বৃষ্টি ততো
দুইয়ের ভারি ভাব
গাছের ডাকে চাষীর ক্ষেতে
মেঘ দেয় তার জবাব।
আয় রে ওরে ধরাবাসি
সবুজ ফোটাই রোজ
ঋতু নিজেই আসবে ফিরে
থাকবে না নিখোঁজ।
No comments:
Post a Comment