Thursday, March 31, 2011

বামার বাড়ি


গালভরা হাসিমুখে বুধো বামা বুড়ো

স্ট্যাটেজিটা ভেবে চলে, নেই তাড়াহুড়ো।

সিভি ভরা ঝুল কালি রেকর্ডেতে ধুলো,

মুছে নিলে নিউ লুক - আবেদনগুলো।

ভয় হয় দিদি যদি কাঁচি দিয়ে কেটে,

নিজ ঘরে রাখে গদি আঠা দিয়ে সেঁটে?

ভুল ভন্ডুলগুলো যদি মনে পড়ে?

কাঁচা ঘুম ভেঙ্গে বং বসে নড়ে চড়ে?

দিদিভাই ডাক দিলে যদি সারি সারি

বংবাসী ছেড়ে যায় বুধোদা’র বাড়ী?

সাধ ছিলো কারখানা গড়া হবে কত,

জমিজমা ঝামেলাতে মালিকেরা গত

ভেবে ভেবে কেঁদে দুই গাল যায় ভিজে,

ইউ টার্ন নিয়ে বুড়ো ঠ্যাকা দেয় নিজে।

মেরামত দিনরাত কেরামত জারি,

বুধো দাদা সামলায় বামেদের বাড়ী।

শর্মিলা দাশগুপ্ত ২৫ শে মার্চ ২০১১





2 comments:

jhum said...

hahaha didi jobab nei tomar. abar notun kore sukumar roy porchi mone hocche. :D

Sharmila Dasgupta said...

thanks Jhum