Thursday, March 31, 2011

মিছে ভয়


ভয় পেয়ো না ভয় পেয়ো না, কথার খেলাপ করবো না---


সত্যি বলছি জিতলে ভোটে, তোমার কথা ভুলবো না।


দেখতে আমি বড্ড নরম, সফেদ শাড়ি, মেক-আপ নেই,


হাওয়াই চটির সামনে টেঁকে, এমন কারুর সাধ্যি নেই


বন্ধ মিছিলের হিড়িক দেখে ভয় পেয়েছ কতই না----


জানো না তা আনবে বদল, নইলে বামা সরবে না?



এসো এসো লাইনে এসো, ভোট দিয়ে যাও একটি দিন,


ঘাসের মাথায় ছাপটি দিলে নাচবো আমি তা ধিন ধিন


স্পীচ শুনে আর মেজাজ দেখে ভরসা করা যাচ্ছে না?


মেজাজ এখন বড্ড নরম, সিট পেয়েছি, ছাড়ছি না!


অভয় দিচ্ছি শুনছো না যে? ঝাড়বো নাকি ইংলিশে?


ইফ ইউ ডাজেন্ট ভোটিং আমায়, রটিং তুমি বাম বিষে!


আমি আছি, আঁতেল আছেন, ফিলিম থ্যাটার সব জনা,


সবাই মিলে বদলে দেবো, বামার ব্যামো সইবো না


শর্মিলা দাশগুপ্ত ২৩ শে মার্চ ২০১১

2 comments:

jhum said...

didi eta just osadharon laglo. fatafati. haste haste pete khil dhore gelo.

Sharmila Dasgupta said...

thanks Jhum