Thursday, March 31, 2011

মাতাল


চাঁদ নাকি আজ হাতের মুঠোয়?

অন্তবিহীন চাঁদনি লুটোয়!

মাতাল নদী উথাল পাথাল

ঢেউগুলিও নেশায় বেহাল

পাগল হলো পাতাল পাথর

একের উপর যৌন আদর

ভূ- এর উপর সভ্য বাস

দোদুল দোলা শহর গ্রাস

মরণ ক্ষিদে রাক্ষুসি ঢেউ

শহর গ্রামে বাঁচলো না কেউ।

চাঁদ নাকি আজ হাতের মুঠোয়?

শব ভাসিয়ে চাঁদনি লুটোয়।


শর্মিলা দাশগুপ্ত ২০শে মার্চ ২০১১

No comments: