Sunday, March 15, 2009

এক মুঠো সবুজ


বৃক্ষ বলি পিষ্ট কলি
সবুজ লোপাট,
অরণ্য নাশ পশু পাখি গ্রাস
শূণ্য এ বাট।
মানুষ শ্রেষ্ঠ বিষ্টু কেষ্ট
উন্নতজাত,
গড়ছে শহর ইঁটের নগর
চাঁদ ছোঁওয়া ছাত।
গড়ায় গলদ ভুললো বলদ
সবুজ মেরে ,
গাছ পাতা বন পাখীর কুজন
নিচ্ছি কেড়ে।
তাদের ছাড়া বাঁচবে কারা,
মানুষ মহান?
দূষণ বায়ু কমবে আয়ু
ধুঁকবে পরাণ।
সব হারাবো কোথায় পাব
বুক ভরা শ্বাস?
একটু ছায়া মেঘের মায়া
ফুলের সুবাস?
বৃষ্টি মাতন ময়ুর মাচন
রামধনু রঙ,
মাঠ ভরা ধান কোকিলের গান
হরিণীর ঢং?
ধুসর ইঁটে দিলাম ছিটে
হালকা সবুজ,
ছাই আকাশে যাক না মিশে
নীল রঙ্গা রুজ।
ডানার মিছিল মাছ কিলবিল
ছোট্ট ফরিং,
ডোরাকাটা ভয় পাশে জলাশয়
ঠোকাঠুকি শিং।
ওই যে শিশু বৃন্দা বিশু
রাখবে ধরে,
পাতা শাক ঘাস বাঘ পাখী হাঁস
মুঠোয় ভরে।

No comments: