Tuesday, September 2, 2008
আমি কবি
চিৎকার করে বলি
দেখ! আমি কবি!
লিখি অবিরত
ভাবনা যত, সবই।
নাই বা মিললো ছন্দ
নাই বা বুঝলে অর্থ,
তা বলে কি কবির
দোয়াত কলম ব্যর্থ?
চিন্তা আমার ভ্রমর
শত ফুলের প্রেমিক,
কারও ঠোঁটে সুধা
কারও সে বিষাধিক।
নিত্য খুঁজি শব্দ
খবর খুঁটে খুঁটে,
সৃষ্টি ধ্বংশ ঘেঁটে
কাব্য যদি ফোঁটে!
মেঘের ঝারি ভেজায়
রোদে তরতাজা,
নুইয়ে মাথা ঝড়ে
পরক্ষনে সোজা।
স্ব-ঘোষিত কবি ,
সৃষ্টির ভক্ত আমি,
নিত্য ধ্বংশ মাঝে
এক ফোঁটা সুখ দামি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment