Tuesday, November 27, 2007

আর্য অনার্য

বাবরি চুলের দ্রাবিড় রাজা
মুষ্কো কালো ষণ্ডা
মন্ত্রীকে সে হুকুম করে
পাঠাও দূত একগণ্ডা
হদিশ আনুক ফর্সা বিবির
আলতা দুধে রঙ
পটল চেরা চোখ হবে তার
মিষ্টি কথার ঢং
মন্ত্রী বলে চুলকে মাথা
শুভ্র যেমন ইডলী?
তেমন বিবির খোঁজটি হুজুর
পাবেন সুদূর দিল্লী
কিন্তু ওদের পোষাক, ভাষা
এক্কেবারে ভিন্ন
দক্ষিণ আর উত্তর দিক
বড্ড সে বিচ্ছিন্ন
তাই না শুনে কেলটে রাজা
জুড়লো বিকট কান্না
ঠিক তখনই ছিলেন পূজোয়
রাজার আপন আন্না
আন্না হোয়েও হন নি রাজা
ব্রহ্মচারী তিনি
কাটবে জীবন দেব দ্বিজেতে
পণ নিয়েছেন ইনি
কান্না শুনেই ছুট্টে এসে
চোখদুটি দেন মুছে
বললেন ভাই লক্ষ্মী কানাই
আনিস বিবি বুঝে
ফর্সা বিবির নখরা অনেক
দ্রাবিড় ভাষায় অবোধ
হিন্দী কথার কচকচানি
বুঝবি না নির্বোধ
পারবে কী সে রাঁধতে রসম
ইডলি, বড়া, দোসা?
রোজ না পেলে রাজমা চাওয়াল
করবে বড়ই গোসা
কর্ণাটকি রাগ- নর্ত্তন
বুঝবে না সে মোটে
গিদ্ধা লুড়ি ভাংড়া ঝুমার
নাচের মজা লোটে
দ্রাবিড় দেশের সুন্দরীদের
বিশ্বভূবন চর্চ্চা
কালো রূপের আলোই করে
উজ্জ্বল সাজ-সজ্জা
তাই তো বলি রাজন ও ভাই
দ্রাবিড় বিবিই ভাল
একই ভাষায় আলাপ বিলাপ
হোক না যতই কালো



No comments: