Tuesday, November 27, 2007

দন্তরুচি কৌমুদী







খাচ্ছে বুড়ো দত্ত খুড়ো মাংসওয়ালা হাড়,
চোখটি বুজে ঘাড়টি গুঁজে শক্ত হাতে তার।
হায় রে এ কী? হঠাৎ দেখি ছিটকে খুড়ির পাতে --
দুখান খাঁটি দাঁতের পাটি পড়ল মাখা ভাতে।
মাতিয়ে পাড়া জাগিয়ে সাড়া গিন্নি জোড়েন কান্না,
চাপড়ে কপাল বলেন গোপাল বুড়োর সাথে আ--ন্না!
নকল দাঁতে হাড় চিবাতে সখটি তাহার বল ক্যান?
মটন কারি ভর্তি হাঁড়ি না হলে রোজ ঘ্যান ঘ্যান!
নকল দেঁতে মাংস খেতে পিত্তি জ্বলে দেখে --
তাই না শুনে তেল বেগুনে বুড়োও বলেন হেঁকে,
যতই কাঁদস তুই কী রাঁধোস খবর কী কেউ রাখে?
দেখ নিয়ে খোঁজ খায় কী না রোজ একজনও তা লাখে?
মাংস রেঁধে আনিস সেধে সোঁদর বনের রাক্ষস,
বাজবে তারও দাঁতের বারো,নকলি দাঁতের কী দোষ?

No comments: