Wednesday, October 3, 2007

সমর্পণ


যেদিন তাঁর বিয়ে হয়
নতুন করে সে জন্মায়
শরীর মন আত্মা
নিজস্ব সব সত্তা
সুখ দুঃখ লজ্জা ভয়
স্বামীর চরণে স্থান পায়

স্বামী ধ্যান স্বামী জ্ঞ্যান
অস্তিত্ব জুড়ে শুধু “উনি”
তাঁর এই নিবেদিত মনে
সন্তান কী আছে এক কোনে?
ভয় হয় পাছে তিনি
পুত্র স্নেহে ভেসে যান!

রাখেনি তাই তাকে কাছে
“ওঁর” যত্নের হবে ত্রুটি
নিবি ষ্ট মনে শুধু সেবা
এমনটি আর দেখেছে কে বা
যেন শিব পার্বতীর জুটি
হার মানে এঁদের কাছে

৬৫ বছর কেবল শুনেছেন
করেছেন শুধু “উনি” যা চান
নিজস্ব মত সখ আবদার
ছিঁড়ে করেছেন ছাড়খাড়
“ওঁর” মানেই আমার মান
এইটুকুই শুধু বুঝেছেন

আজ তিনি শয্যাগত
মৃত্যুর সাথে চলছে লড়াই
অবশ দেহ সচেতন মন
চোখ দুটো শুধু খোঁজে একজন
তিনি না দিলে অন্তিম রায়
মৃত্যুও হবে আশাহত

বোবা চোখ দুটি করে প্রতীক্ষা
অকাতরে চান অন্তিম ভিক্ষা
স্বামীর মুখের একটি বাণী
যাও তুমি, আদেশ মানি
মুক্ত হোক তোমার সত্তা
মুক্ত হোক তোমার আত্মা

No comments: