![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEineI_GYL-wAHb7_a7GAZws5TkDXCq2MwuRzNHhs6kRQbhmqQubNoh-qOPgeGEjU1XY0VIpMFJMYploY-9rBVGEZdt3pR6j5TOvU-omZGqYMB-MReerYEjpjaGs9O1ZRTmQ9MGHTJ4Tifg/s400/young+couple.jpg)
বলি কী!যে যুগে যা সাজে,
হয়তো সে ভালো, কিম্বা বাজে!
এ আমার নিজস্য মতামত,
দেখছি ও শুনছি যা এযাবৎ !
এ যুগের এই যুব সমাজ,
দিলটা এদের বড়ই দরাজ।
প্রেমিক হয়েই থাকবে সাথে,
যে যার মতে, স্পেস রেখে তাতে।
হয়নি বিয়ে? কী বা এসে যায়,
ঝগড়া হলেই আপদ বিদায়!
দু চার জনকে না করে পরখ
বিয়ের মন্ডপে যাবার নেই শখ।
যদি বা তারা করলো বিয়ে
অতি মুশকিলে ছুটি জুগিয়ে,
বাচ্চা কাচ্চা চায় না তো ওরা,
হাম তিন নয়, বেঁচে থাকুক জোড়া।
বাড়ি গাড়ি আর অঢেল টাকা,
এম্বিসনের দৌড়াবে চাকা।
সাধ না পুরালে পঞ্চাশ নিচে,
জীবন দৌড়ে থাকবে যে পিছে।
যাক গে! কেন ভেবে মরি বল?
যুব সমাজের যুক্তি সবল।
তোমরাও তো বদলেছো, না কি?
বদলাই আমরা যা ছিল বাকি।
হয়তো সে ভালো, কিম্বা বাজে!
এ আমার নিজস্য মতামত,
দেখছি ও শুনছি যা এযাবৎ !
এ যুগের এই যুব সমাজ,
দিলটা এদের বড়ই দরাজ।
প্রেমিক হয়েই থাকবে সাথে,
যে যার মতে, স্পেস রেখে তাতে।
হয়নি বিয়ে? কী বা এসে যায়,
ঝগড়া হলেই আপদ বিদায়!
দু চার জনকে না করে পরখ
বিয়ের মন্ডপে যাবার নেই শখ।
যদি বা তারা করলো বিয়ে
অতি মুশকিলে ছুটি জুগিয়ে,
বাচ্চা কাচ্চা চায় না তো ওরা,
হাম তিন নয়, বেঁচে থাকুক জোড়া।
বাড়ি গাড়ি আর অঢেল টাকা,
এম্বিসনের দৌড়াবে চাকা।
সাধ না পুরালে পঞ্চাশ নিচে,
জীবন দৌড়ে থাকবে যে পিছে।
যাক গে! কেন ভেবে মরি বল?
যুব সমাজের যুক্তি সবল।
তোমরাও তো বদলেছো, না কি?
বদলাই আমরা যা ছিল বাকি।
No comments:
Post a Comment