Wednesday, October 3, 2007

চুং চ্যাং কাহিনি















চুং ও চ্যাং, প্রেমী খাঁটি
থাকে তারা বাগুইহাটি
কথা কয় চোস্ত বাংলায়।
ভাবে চ্যাং করি বিয়ে
থাকে চুং পড়া নিয়ে
এখনই কী শাদি করা যায়?
চুং পেয়ে জলপানি
চ্যাঙ্গের বাধা না মানি
রাজধানি এসে পৌছায়।
চ্যাং অভিমানে দাড়ি
লম্বা করিয়া, হাঁড়ি
মুখে, পাড়া চসিয়া বেড়ায়।
চুং এরও দুখের কথা
শুনিলে বাজিবে ব্যথা
বুকে চোখ ভাসিবে ধারায়।
দিল্লীর হাটে গিয়ে
খুশি মনে “সুশী” খেয়ে
চুং দেখে সহসা দাঁড়ায়ে
স্বর্গে সে ,কেন ছাই?
সুশী ছিল পচা তাই
ঈশ্বর হেসে দেন রায়।
আসে পরী হাতে ধরি
নিয়ে যায় যেথা হরি
চোখ মুদি বাঁশরি বাজায়।
ওদিকে এ সংবাদ
শুনে চ্যাং উন্মাদ
চক্ষু রাঙ্গায়ে চিল্লায়-
বজ্জাত পাজি মেয়ে
দিল্লীর সুশী খেয়ে
আমারে ছেড়ে এ বরষায়,
পালালি কোথা, কী জানি!
চীনা হয়েও জাপানী
সুশী খেলি,কোন ভরসায়?
রাজধানী ভরা নামি
কত রেস্তোঁরা দামী
চাউমিন খেতে লাগে গায়?
আয় ফিরে শিগিগর
পারিনা থাকিতে স্থির
ভাবি,খুন করে গঙ্গায়,
ভাসিয়ে দি চুং তোরে
না এলে এখুনি ওরে
ঘুষ দিয়ে যমের ব্যাটায়।
চ্যাং এর শাসানি শুনে
চুং শুয়ে ফুলবনে
ভাবে ফেরার আছে কী উপায়?
যদি বা সে ঘরে ফেরে
কায়া তো থাকিবে না রে
চ্যাং যদি তাহারে ডরায়!
না,তা কী করিয়া হয়
প্রেমেরই হইবে জয়
চ্যাং ঠিকই চাহিবে আমায়।
চুং এটা করে স্থির
অশরীরী স্বীয় শরীর
ফুটা দিয়া গলায় পালায়।
তারপরে ভেসে ভেসে
চুং আসে যেথা মেসে
কেঁদে চ্যাং চক্ষু ভাসায়।
ফিস ফিস করে কয়
কাঁদ কেন আর নয়
একা তুমি-দেখ কে দাঁড়ায়ে?
শুনে চ্যাং মোছে চোখ
ভুলে তার সব শোক
উল্লাসে দু বাহু বাড়ায়ে।
করিয়া চুঙ্গেরে মাফ
দেয় সে বিশাল লাফ
যায় তাকে ধরিতে জড়ায়।
কিন্তু এ হল কী?
সশব্দে সে দেখি
দেওয়ালেতে গিয়া আঁছড়ায়।
মাথাটি ফুলিয়া ঢোল
দ্যাখে চোখ করি গোল
চুং যায় হাওয়াতে মিলায়।
বোঝে আজ চ্যাং ভাই
তাহারে ডাকিতে নাই
একবার “ওপারে” যে যায়।

No comments: