![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8YbKBOZQlt0QvTGZHuEnS67FLnVTKOLfI-lT_TosNDtL-5yjXgu8BJg1uiNX1XugrCp0W__Nlm30_sOLNNVgyqoot39r9RVms6JJ0avq8Jt8ssiFDIH9UsD1tu7_h5u1Tw8hepEXyEB4/s200/childabuseG1109_468x329.jpg)
ছোট্ট মেয়ের ডাগর চোখে
মরুভূমি সাজে ,
জলপ্রপাত নদী সাগর
হারায় বালির ভাঁজে।
রূপকথার ঐ দৈত্য দানব
প্রায় আসে তার কাছে,
দাঁত নখ দিয়ে খুবলে লুকায়
আত্মীয়তার মাঝে।
বলবে কাকে? সাপের ফণা
শাসায় ছোবল মেরে,
বোবা ঠোঁটের আর্তনাদে
শৈশব নেয় কেড়ে।
বাইরে মানব ভিতর দানব
সুযোগ পেলেই তেড়ে
গিলতে আসে, হোক না শিশু!
তাকেও দেয় না ছেড়ে।
1 comment:
sharmila di...anekdin por abar tomar lekha "দানব" pelam...proti bar e boli, ebaro bollam...khoob bhalo legechhe..
Post a Comment